গাংনীতে ট্রাক্টর চালানো শিখতে গিয়ে তরুণের মৃত্যু
১৬ জানুয়ারি ২০১৯ ০৫:৪৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ড্রাইভিংয়ের চাকরির জন্য ট্রাক্টর চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে সজীব আলী নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রশিক্ষণ নেওয়ার সময় ট্রাক্টরটি উল্টে গেলে ওই তরুণ মারা গেছে।
সজীবের বাবা আবদুল মজিদ জানান, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে কাতারে যেতে চেয়েছিল সজীব। একমাস হলো ট্রাক্টর চালানো শিখছিল। ট্রাক্টরে করে বালি আনতে গিয়ে আজ ট্রাক্টর উল্টে গিয়ে ও মারা গেছে।
গাংনী উপজেলা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে ট্রাক্টর নিয়ে গ্রামের বিলে বালি আনতে যাওয়ার পথে মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাক্টরটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সজীবকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসবি/টিআর