Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কমিটি পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা দাবিতে গাংনীতে গণমিছিল গণমিছিল। ছবি: সারাবাংলা।

মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে পথসভা ও গণমিছিল করেছে বিএনপির একাংশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আহবায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুন।

অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, মেহেরপুর ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন, জেলা যুবদলের সহ-সভাপতি মফিজ উদ্দিন।

বিজ্ঞাপন

পথসভা শেষে গণমিছিলটি হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন যে, বর্তমান কমিটি অবৈধ। এ অবৈধ কমিটি যদি জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করলে তা আমরা মানবো না। আমরাও নতুন কমিটি ঘোষণা করব। আগামী ৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলার ৩টি উপজেলায় বর্তমান কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হবে।

সারাবাংলা/এসআর

গণমিছিল গাংনী পথসভা পুনর্বিবেচনার দাবি বিএনপির কমিটি মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর