ময়মনসিংহে অপহৃতকে উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার
১৭ জানুয়ারি ২০১৯ ১৩:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ : ময়মনসিংহে তিন অপহরনকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহৃতকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের আকুয়ায় র্যাব অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার শিবলী সাদিক এসব তথ্য জানিয়েছেন।
গত ১৫ জানুয়ারী ময়মনসিংহ শহরতলী বাড়েরা দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন ইমনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার মুক্তির বিনিময়ে এক লাখ টাকাও দাবি করা হয়।
এই ঘটনা জানতে পেরে র্যাবের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহরের মোড়লপাড়ায় অভিযান চালিয়ে ফয়সাল নামে এক অপহরণকারীকে আটক করে। পরে ফয়সালের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে রাশেদুল ইসলাম রাব্বী ও আকাশকে গ্রেফতার করা। একইসঙ্গে উদ্ধার করা হয় অপহৃত আব্দুল্লাহ আল মামুন ইমনকে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সারাবাংলা/এসএমএন