Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গীতবিতান: তথ্য ও ভাব সন্ধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন


১৭ জানুয়ারি ২০১৯ ২২:১৫

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘গীতবিতান: তথ্য ও ভাব সন্ধান’ শিরোনামের একটি গ্রন্থ সম্পাদনা করেছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. সনজিদা খাতুন । এটি গবেষণা করেছেন কামরুল হায়দার। আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, ড. সনজিদা খাতুন সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

অধ্যাপক আনিসুজ্জামান তার বক্তৃতায় বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর বিশ্লেষনধর্মী বইটি একটি গবেষণাপত্র হয়ে থাকবে। যারা ভবিষ্যতে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার ‍সৃস্টি নিয়ে গবেষণা করতে চাইবেন তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। সন্জীদা খাতুন যে উদ্যোগটি নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে।’

রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই বইটি রবীন্দ্রনাথে আগ্রহী শিক্ষার্থীদের কাজে লাগবে। একজন রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে আমারও বইটির প্রযোজনীয়তা রয়েছে। রবীন্দ্রনাথকে নিয়ে জানার অনেক কিছু আছে। প্রতিটি গানের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। এই বই সেইসব গানের ভাবার্থ সম্পর্কে জানতে সাহায্য করবে।’

ড. সনজিদা খাতুন নিজে তার সম্পাদিত বইটি সম্পর্কে বলেন, ‘এই গ্রন্থ প্রকাশ করা হয়েছে এই কথা মাথায় রেখে যে, রবীন্দ্রনাথ চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। বইটির প্রথমে পরীক্ষামূলকভাবে একটি ছোট সংস্করণ করা হয়েছিল। সেটা সমাদৃত হওয়ার কারণে বড় আকারে প্রকাশ করা হয়েছে।’

বিজ্ঞাপন

‘কান্নাহাসির-দোল-দোলানো পৌষ ফাগুনের পালা’ সম্মেলক গান ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। গ্রন্থটি ছায়ানট সংস্কৃতি-ভবনের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। পরিবেশক নবযুগ প্রকাশনীর মাধ্যমে একুশের বইমেলায় এবং জানুয়ারির শেষ বুধবারে শুরু হতে যাওয়া কলকাতা বই মেলায় গ্রন্থটি পাওয়া যাবে।

সারাবাংলা/আরএসও/এএসজি


আরও পড়ুন :

.   আ.লীগের মনোনয়ন নিয়ে আশাবাদী মৌসুমী

.   আবারও ভিলেন তাসকিন

.   আবার একসঙ্গে অক্ষয়-ক্যাটরিনা

.   দুই ঘরানার দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

.   পুরনো ছবির নতুন ‘মুক্তি’

.   প্রশংসিত ছবি দুদিন পরে কিভাবে নিষিদ্ধ হয়? – প্রশ্ন ফারুকীর

.   ১১০০ ছবি করে গিনেস রেকর্ড, দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা

.   নাঈম-টয়ার ‘রঙ বদল’

.   জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’

.   আবারও ‘এক যে ছিল রাজা’

.   সুচিত্রা সেন: চলে যাওয়ার ৫ বছর


অধ্যাপক আনিসুজ্জামান অধ্যাপক বিশ্বদেব চৌধুরী কামরুল হায়দার গীতবিতান: তথ্য ও ভাব সন্ধান ছায়ানট ড. সানজিদা খাতুন নবযুগ প্রকাশনী রেজওয়ানা চৌধুরী বন্যা লাইসা আহমদ লিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর