বিজ্ঞাপন

পুরনো ছবির নতুন ‘মুক্তি’

January 17, 2019 | 3:33 pm

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট। ।

বিজ্ঞাপন

ঘরোয়া চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে রাজধানীর অন্যতম পুরনো প্রেক্ষাগৃহ মধুমিতা হল। শুক্রবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হবে এ উৎসব। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন মধুমিতা সিনেমা হলে কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

সারাবাংলাকে নওশাদ বলেন, ‘নতুন কোনো ভালো সিনেমা নেই যা সিনেমা হলে চালাবো। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম আমার প্রযোজিত সিনেমাগুলোকে নতুন করে মুক্তি দেবো। কেউ যদি পুরনো বাংলা সিনেমা দেখতে চায় তাহলে তারা আসতে পারেন।’


আরও পড়ুন :  প্রশংসিত ছবি দুদিন পরে কিভাবে নিষিদ্ধ হয়? – প্রশ্ন ফারুকীর


টানা সাতদিন প্রতিদিন একটি করে ছবি দেখানো হবে। ছবিগুলো হচ্ছে- ‘নিশান’, ‘সুজন সখী’, ‘চাওয়া পাওয়া, ‘দূরদেশ’, ‘মিস লংকা, ‘এক মুঠো ভাত’ এবং ‘নাচের পুতুল’। সবগুলো ছবিই নির্মিত হয়েছিল মধুমিতা মুভিজের ব্যানারে।

বিজ্ঞাপন

পুরনো ছবির প্রদর্শনী প্রসঙ্গে নওশাদ আরও বলেন, ‘আমার প্রযোজিত কিছু সিনেমা তখন ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। আবার কিছু সিনেমা সেরকম ব্যবসা করতে পারেনি। এই সুযোগে যদি কিছু টাকা উঠে আসে তাহলে ক্ষতি কি।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ১১০০ ছবি করে গিনেস রেকর্ড, দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা

.   নাঈম-টয়ার ‘রঙ বদল’

.   জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’

.   আবারও ‘এক যে ছিল রাজা’

.   সুচিত্রা সেন: চলে যাওয়ার ৫ বছর

.   নিষিদ্ধ ফারুকীর ‘শনিবার বিকেল’


বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন