সুস্থ পরিবেশের স্বার্থে পাটের ব্যবহার বাড়াতে হবে: পাটমন্ত্রী
১৮ জানুয়ারি ২০১৯ ১৩:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
পলিথিন ব্যবহারে পরিবেশ দূষণ হয় তাই বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পাটমন্ত্রী বলেন, আজকে আমরা যে হারে পলিথিন ব্যবহার করছি, তাতে করে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পলিথিন পরিহার করলে এ ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাঁচতে পারি। তাই আসুন পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেতে আমরা সবাই পাটজাত পণ্য ব্যবহার করি।
এসময় পেশা হিসেবে সাংবাদিকতা প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের লেখনীতে যেন দেশ ও জাতি কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মতবিনিময় সভার শুরুতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে অন্য সাংবাদিকরা পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের সিনিয়র সাব-এডিটর আলহাজ্ব আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক মকবুল হোসেন, শাহিন ভুঁইয়া স্বপন, ছাত্তার আলী সোহেল, এ হাই মিলন, এস এম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, মনির হোসেন মনু, জাহাঙ্গীর আলম হানিফ, আরিফ হাসান, রাসেল আহমেদ, শফিকুল আলম ভুঁইয়া মামুন, সাইফুল ইসলাম, রুবেল মাহমুদ, রুবেল সিকদারসহ অনেকে।
সারাবাংলা/এনএইচ