Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ছেলের মা হলেন টিউলিপ


১৯ জানুয়ারি ২০১৯ ১৮:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৮:৩৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ছেলের মা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টিার দিকে দ্বিতীয় সন্তান জন্ম দেন তিনি।

হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয়বার মা হন টিউলিপ। নবজাতকের নাম রাখা হয়েছে র‌াফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিউলিপের সন্তান জন্মের সময় নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা। তবে ব্রেক্সিট ইস্যুতে সেদিন ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন  তিনি। হুইলচেয়ারে করে স্বামীর সঙ্গে পার্লামেন্টে গিয়ে ভোট দেন তিনি। ভোট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি হয়ে সন্তান জন্ম দিলেন এই রাজনীতিক।

উল্লেখ্য, টিউলিপ হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি।

শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের স্বামীর নাম ক্রিস পার্সি। এই দম্পতির প্রথম সন্তানের নাম আজালিয়া জয় পার্সি।

সন্তান জন্মের পর যথাযথ যত্ন নেওয়ায় টিউলিপ ও ক্রিস রয়্যাল ফ্রি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন : ব্রেক্সিট ভোটে অংশ নিতে সন্তান জন্মদান পেছালেন টিউলিপ

সারাবাংলা/এসএমএন

টিউলিপ সিদ্দিক

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর