Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে দুটি বোমা উদ্ধার


২০ জানুয়ারি ২০১৯ ১২:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দেবীপুর বাজার থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ এ তথ্য জানিয়েছেন।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মকবুল হোসেন জানান, দেবীপুর বাজারে লালটেপ দিয়ে মোড়ানা দুটি বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত বোমা দুটি পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্রনাথ সরকার জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বোমা দুটি আনতে পারে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমএইচ

বোমা মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর