Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় বিমান বাংলাদেশ


২০ জানুয়ারি ২০১৯ ১৫:৫৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিশ্বের সেফটি এয়ালানাইন্স তালিকায় যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দিক থেকে সাত তারকার মধ্যে পাঁচ তারকা পেয়ে নিজেদের জায়গা করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  রোববার (২০ জানুয়ারি) এয়ারলাইন রেটিংস ডটকমের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক এয়ারলাইন রেটিংস আকাশপথে কোন বিমান সংস্থা নির্ভরযোগ্য ও নিরাপদ, রেটিংস নিয়ে প্রতিবছর তথ্য প্রকাশ করে থাকে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, এয়ারলাইন রেটিংস প্রতিবছর বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ব্যাপকভাবে বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করে।  এক্ষেত্রে সরকারি, বিশ্ব এভিয়েশন গভর্নিং বডি ও এভিয়েশন সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর অডিটসহ ১২টি পৃথক মানদণ্ড ব্যবহার হয়েছে।  একইসঙ্গে প্রতিটি এয়ারলাইনের উড়োজাহাজের বয়স ও লাভজনকের হারের সঙ্গে দুর্ঘটনায় পড়া ও গুরুতর ঘটনার রেকর্ড ঘেঁটে দেখার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

বিমান বাংলাদেশ আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পেয়েছে, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত না হওয়ায় পূর্ণ তারকা পেয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থা।

এছাড়া গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে সক্ষম হওয়ায় এবং কোনো আরোহীর মৃত্যু না হওয়ায় আরেকটি পূর্ণ তারকা পেয়েছে বিমান।

তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন না থাকা ও আইকাওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন না করায় দুটি তারকা পায়নি বিমান।  আর বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান নভোএয়ার পেয়েছে তিন তারকা।

বিজ্ঞাপন

এদিকে রাশিয়া, চীন, ফ্রান্স, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, গ্রিস, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, মেক্সিকো, উজবেকস্তান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ইকুয়েডর, রোমানিয়া, সুইজারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, চেক রিপাবলিক, লাটভিয়া, চিলি, সিঙ্গাপুর, সৌদি আরব, ডেনমার্ক, পর্তুগাল, জর্দান, কাতার, ফিলিপাইন, ব্রাজিল, মোঙ্গলিয়া, তাইওয়ান, সুইডেন, ইরান, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, ইসরায়েল, হংকং, বাহরাইন, জর্জিয়া, ইন্দোনেশিয়া, ফ্রিন্ডল্যান্ড, আরব আমিরাত, ক্রোয়েশিয়া, ক্রিনিদাদ ও টোবাকো, বুলগেরিয়া, বেলজিয়াম, ইতালি, নাইজেরিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, মাদাগাস্কার, ম্যাকাউয়ের বিমান সংস্থাগুলো সাত তারকার মধ্যে সাতটি তারকা পেয়ে সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিমান সংস্থা নিরাপদ তালিকায় রয়েছে।

এছাড়া প্রতিবেশি দেশ ভারতের এয়ার এশিয়া ইন্ডিয়া ও স্পাইস জেট পেয়েছে তিন তারকা, গোএয়ার, ইন্ডিগো, জেট এয়ার, জেট কানেক্ট পেয়েছে ছয় তারকা, পাকিস্তানের এয়ার ব্লু চার তারকা, মায়ানমারের এয়ার কেবিজে চার তারকা ও মায়ারমার এয়ারলাইন ইন্টারন্যাশনাল সাড়ে ছয় তারকা পেয়ে নিরাপদ তালিকায় রয়েছে।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( গণসংযোগ) শাকিল মেরাজ সারাবাংলাকে বলেন, ‘এটা নিংসন্দেহে অত্যন্ত সুসংবাদ।  উল্লেখযোগ্য সাফল্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী পরিবহণের ক্ষেত্রে তাদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। গত ৪০ বছরে বিমানের উল্লেখযোগ্য মেজর অ্যাক্সিডেন্ট হয়নি।  সেদিক দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নিরাপত্তার মান বাড়ানোর জন্য সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে।’ তিনি বলেন, ‘এর মধ্যে রয়েছে একটি হলো, এসএমএস (সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)। এটি আইকাও নির্দেশিত   এসএমএস প্রতিটি এয়ারলাইন্সকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছে এবং বিমান ইতোমধ্যে সে নির্দেশ বাস্তবায়ন করেছে।  আরেকটি হলো (আইওএসএ) আইয়াটা অপারেশনাল সেফটি অডিট। যা বিমান ২০০৮ সাল থেকে সম্পন্ন করছে। পরপর ছয়বার আইওএসএ-তে উত্তীর্ণ হয়েছে।’  যা এয়ারলাইন্স রেটিং ডটকমের এই পাঁচ তারকা সনদ অর্জনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৭২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ বিমান বাহিনীর উপহার দেওয়া ডিসি-৩ উড়োজাহাজ দিয়ে প্রথম কার্যক্রম শুরু হয়। বিমানের এয়ারলাইন কোড ‘বিজি’।  এর উড়োজাহাজগুলো হলো কিউ-৪০০, এ৩১০, ৭৩৭-৮০০ ও ৭৭৭-৩০০ইআর।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

বিমান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর