Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪০ জন আহত


১৬ জানুয়ারি ২০১৮ ১১:১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ট্রাক ধাক্কা দিলে পাঁচটি ট্রাক, দুইটা বাস, একটি প্রাইভেটকারের সঙ্গে এ সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ঘনকুয়াশার কারণে সামনের পথ দেখতে না পেয়ে ট্রাকটি ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাহায্যে আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইনচার্জ রিয়াজুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, ‘আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেয়ারম্যানবাড়ী মোগে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, “আগে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি কভার্ডভ্যান। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাক প্রথমে কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। একই শ্যামলী বাংলা পরিবহনসহ আরও পাঁচটি বাসও ধাক্কা খায়।”

সারাবাংলা/আরসি/আইজেকে

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর