জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু
২১ জানুয়ারি ২০১৯ ২৩:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লা উপজেলার আলীগঞ্জ এলাকায় যৌতুকের দাবিতে পারিবারিক কলহে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জানুয়ারি) রাতের এ ঘটনায় মেয়ের জামাই আলমগীরকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মৃত ব্যক্তির নাম ওয়াহেদ আলী। তিনি কিশোরগঞ্জ বাজিতপুর শাহপুর গ্রামের বাসিন্দা। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের।
মৃত ওয়াহেদ আলীর মেয়ে শাহানাজ জানান, দুই মাস আগে পারিবারিকভাবেই আলমগীরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর শুরু হয় পারিবারিক কলহ, আলমগীর তার পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকে। সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরকে ছুরিকাঘাত করে আলমগীর।
আহত অবস্থায় ওয়াহেদ আলীকে স্থানীয় ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে— এমন একটি ঘটনা আমরা জানতে পেরেছি। এ ঘটনায় অভিযুক্ত আলমগীরকে আটক করেছে পুলিশ।
ওসি জানান, পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসবি