Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন না মানায় ডিএমপি’র অভিযানে ৩০ লাখ টাকা জরিমানা


২২ জানুয়ারি ২০১৯ ০১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ৬ হাজার ১৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ২৫টি গাড়ি ডাম্পিং ও ৮০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করে।

উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৭৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১২৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য আটটি, স্টিকার ব্যবহার করার জন্য দুইটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা।

বিজ্ঞাপন

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৫৯০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৩টি মোটর সাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়। বাসস।

সারাবাংলা/টিআর/আরএসও

৩০ লাখ টাকা জরিমানা ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর