৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস: মির্জা ফখরুল
২২ জানুয়ারি ২০১৯ ১৮:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঠাকুরগাঁও: ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির পরাজয় হয়নি। পরাজয় হয়েছে আওয়ামী লীগের। পরাজয় হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার। ৩০ ডিসেম্বর ছিল বাংলাদেশের গণতন্ত্র হত্যা দিবস।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য যে আওয়ামী লীগ ১৯৭১ সালে সামনের কাতারে থেকে মুক্তিযুদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগই মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। গণতন্ত্রকেও হত্যা করছে।’
আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘নিজেরা অপরাধ সংঘটিত করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিচ্ছে। দেশকে ভয়াবহ অন্ধকারে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। ’
বিদেশি গণমাধ্যমের উদ্বৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে ভোট ডাকাতি হয়েছে, তা সর্বজন স্বীকৃত। তিনি আরও বলেন, ‘সারা দেশে ৯৮ হাজার মিথ্যা মামলায় ২৬ লাখ আসামি। তাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে জেগে উঠতে হবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। সংবিধান ও অধিকার ফিরিয়ে আনতে হবে। ’
আওয়ামী লীগ ও এই নির্বাচন কমিশনের অধীনে দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন আর হবে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা জণগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণের মতকে প্রাধান্য দেয় না। যারা ভোটের অধিকার-গণতন্ত্র লুট করেছে, মা-বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে, তাদের ক্ষমা করা করা যাবে না। ’ এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দেওয়ার আহবান জানান।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে অন্যানের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,মহিলা দলের ফোরাতুন নাহার ,শ্রমিক দলের ওবায়দুল হক, যুব দলের মো. জাহিদ, স্বেচছাসেবক দলের নুরুজ্জামান প্রমুখ ।
সারাবাংলা/এমএনএইচ