Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর আরও দুটি স্প্যান বসবে ফেব্রুয়ারিতে


২৪ জানুয়ারি ২০১৯ ১৪:৪৯

।।  সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট। ।
ঢাকা: বিস্ময় ছাপিয়ে প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে গেছে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ পদ্মাসেতু।  পদ্মার জাজিরার প্রান্তে একসঙ্গে ৬টি স্প্যান আর মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়েছে।  ৪১ টি স্প্যানের মধ্যে বসানোর বাকি আছে আরও ৩৪টি।  ফেব্রুয়ারি মাসেই আরও দুটি স্প্যান উঠবে।  সেতু প্রকল্পের ঊর্ধ্বতন প্রকৌশলীদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রকৌশলীরা বলছেন,  জাজিরা প্রান্তে সেতুর ৪২ নম্বর পিলার (শেষ পিলার) থেকে ৩৬ নম্বর পিলারের মধ্যে ৬ টি স্প্যান বসানো হয়েছে।  আর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে। এখন স্প্যান বসানোর জন্য প্রস্তুত আছে জাজিরা প্রান্তের ৩৪ ও ৩৫ নম্বর পিলার এবং মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলার। এরমধ্যে ৩৪ ও ৩৫ নম্বর পিলারে স্প্যান প্রস্তুতি শেষ পর্যায়ে।

আরও পড়ুন: বসেছে পদ্মাসেতুর ৬ষ্ঠ স্প্যান, এক কিলোমিটার দৃশ্যমান

এই প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘পুরো প্রকল্পের ৬৩ ভাগ কাজ হয়েছে।  ফেব্রুয়ারিতে আরও ২টি স্প্যান বসানো হবে।’

উল্লেখ্য, পদ্মাসেতুর কাজ শুরু হয়েছিল চার বছর আগে, ২০১৫ সালের ডিসেম্বরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা গত বছরের ডিসেম্বরে।  তবে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। আশা করা যাচ্ছে, ২০২০ সালের শেষে যান চলাচলের জন্য খুলবে পদ্মাসেতু।

পদ্মাসেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কোনো নির্মাণ কাঠামো।  যা নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।

সেতুর যেসব কাজ এগিয়ে চলেছে
পাইল বসানো পুরোপুরি (পানির ওপর ও নিচ) শেষ হয়েছে: ১৮৮টি।
পাইলের নিচের অংশ বসানো শেষ হয়েছে:  ১১টি।
পাইল বানানো শেষ হয়েছে:  ২২০টি।
পিয়ারের পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে: ১৫টি।
স্প্যান বসানো হয়েছে: ৭টি।

যেসব পিয়ারে ৬টি করে পাইল বসছে
 পি২-পি৫, পি১৩-পি১৪, পি১৬-পি১৮, পি২০-পি২৩, পি৩৭-পি-৪১।

যেসব পিয়ারে ৭টি করে পাইল বসছে
পি৬-পি১২, পি১৫, পি১৯, পি২৪-পি৩৬

যেসব কাজ বাকি রয়েছে
স্কিন গ্রাউটেড পাইল ৭৭টি। যা বসবে পি৬-পি১১, পি২৬-পি২৭, পি২৯-পি৩২ নম্বর পিয়ারে।
স্টিল পাইল পুরোপুরি বসানো হয়েছে ৫৬টি।
স্টিল পাইল আধাআধি বসানো হয়েছে ১১টি।

বিজ্ঞাপন

/এসএ/এমএনএইচ

পদ্মাসেতু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর