সাংবাদিক বশির আহমদ আর নেই
২৪ জানুয়ারি ২০১৯ ২৩:১৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:১৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দৈনিক সংবাদের সাবেক ক্রাইম চিফ বশির আহমদ আর নেই। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর সাংবাদিক কলোনির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। বশির আহমদ এর পরিবারের বরাত দিয়ে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরে বশির আহমদ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’
দৈনিক সংবাদের ক্রাইম রিপোর্টার সাইফ বাবলু ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘বশির ভাইকে হারিয়ে আমরা একজন অভিভাবকশুণ্য হলাম। আল্লাহ যেন বশির ভাইকে পরকালে জান্নাতবাসী করেন এ দোয়াই করি। গত ২২ ডিসেম্বর ক্র্যাবের নির্বাচনে বশির ভাই বশির ভাই সারাদিন আমাদের মাঝে ছিলেন। এ দেখাই যে বশির ভাইয়ের সঙ্গে শেষ দেখা হবে এটি কল্পনাও করিনি। দেখলেই হাসিমুখে সব সময় খোঁজ নিতেন। সুযোগ পেলেই অসুস্থ শরীর নিয়েও তিনি প্রাণের সংগঠন ক্র্যাবে ছুটে আসতেন। সময় কাটাতেন। আর বশির ভাইকে ক্র্যাব কার্যালয়ে দেখবো না এটা মানতে কষ্ট হচ্ছে। বশির ভাই অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল।’
ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার বলেন, ‘আগামীকাল বশির আহমদ এর মরদেহ ক্র্যাব কার্যালয়ের সামনে নেওয়া হতে পারে।’
উল্লেখ্য, বশির আহমদ ১৯৪৮ সালে সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার সাংবাদিকতা শুরু দৈনিক আজাদ পত্রিকায়।
সারাবাংলা/ইউজে/এমএইচ