Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটকা না খেতে জাপানে সতর্কাবস্থা জারি


১৬ জানুয়ারি ২০১৮ ১৭:২৯

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের একটি শহরের নাগরিকদের পটকা মাছ খাওয়া থেকে বিরত থাকতে জরুরি সতর্কাবস্থা জারি করা হয়েছে।

জাপানের গামাগোরি শহরের একটি সুপার মার্কেটে ভুলক্রমে পাঁচ প্যাকেট পটকা মাছ বিক্রি করা হয়। যেগুলো থেকে বিষাক্ত যকৃত অপসারণ করা হয়নি। যা খেলে যে কারও মৃত্যু হতে পারে।

বিষয়টি জানার পর তিন প্যাকেট পটকা খুঁজে পাওয়া গেলেও বাকি দুই প্যাকেট খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ভাষায় মাছটিকে ফুগু বলা হয়। মাছটির যকৃত, ডিম্বাশয় এবং ত্বকে প্রাণঘাতী বিষ থাকে। এ জন্য মাছ থেকে বিষ ছাড়াতে বিশেষ প্রশিক্ষণ ও সনদের প্রয়োজন হয়। বিষাক্ত অংশের সামান্য পরিমাণ কেউ খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে।

প্রতি বছর জাপানে অসংখ্য মানুষ ফুগুতে আক্রান্ত হয়। তবে সবগুলো প্রণঘাতি নয়।

এ বিষয়ে বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক জরুরি বেতার বার্তায় উচ্চস্বরে গ্যামাগরি শহরের জনগণকে ফুগু মাছ খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

এ ছাড়া গ্যামাগরি শহর কতৃপক্ষ জরুরি অবস্থা জারির পর বাকি দুই প্যাকেট যারা কিনেছে তাদের সেটা ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বিষাক্ত এই পটকা মাছের কোন প্রতিষেধক নেই। কেউ খেয়ে ফেললে তার স্নায়ু আক্রান্ত হয়ে পক্ষাঘাত হতে পারে। এমন কি মারা যাওয়ারও সম্ভাবনা থাকে।

সারাবাংলা/একে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর