শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ হবে বিশ্বের মডেল: বস্ত্র ও পাটমন্ত্রী
২৬ জানুয়ারি ২০১৯ ২১:৩৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেই আজ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটছে। শিক্ষক ও ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে একইসঙ্গে শিক্ষার সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে এবং মানও বেড়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পারলে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ হবে সারাবিশ্বের রোল মডেল।
শনিবার (২৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবো এলাকার মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব বলেন।
মন্ত্রী বলেন, ‘সীমাহীন আত্মবিশ্বাস ও বুকভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশের নতুন পরিচয় নির্মাণ করেছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে। আওয়ামী লীগ সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন হলে উন্নত দেশের তালিকায় স্থান নিয়ে বেশি সময় লাগবে না বাংলাদেশের।’
তথ্যপ্রযুক্তির ব্যবহারে তরুণসমাজকে পারদর্শী করে তোলার কথা বলে মন্ত্রী বলেন, ‘এখন আর উন্নয়ন পরিকল্পনার জন্যে কারও দিকে তাকাতে হয় না। উন্নয়নের ধারাক্রমে অগ্রগতির সড়কে বাংলাদেশ এখন প্রায় অপ্রতিহত গতিতে অগ্রসরমাণ।’
অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলেমান মিয়া পারুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন, ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার আসাদুজ্জামান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আকতার রিতা, স্কুলের প্রধান শিক্ষক মোতালেব খানসহ আরও অনেকেই।
সারাবাংলা/এসবি/একে