Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাতা ঝরানো মেঘলা দিন


২৮ জানুয়ারি ২০১৯ ০৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শীতের যে সময়টা আমরা পার করছি এটা মূলত পাতা ঝরার সময়। ভীষণ শুষ্ক, ভীষণ রুক্ষ এই সময় শীত একটু কমতে থাকে এবং সূর্যের আলো বাড়তে থাকে। তাই শীতের শুষ্কতাটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় এই সময়টাতে।

এ বছর এ সময়টাতে হঠাৎ গরম পড়ে গেল। ওদিকের শুষ্কতা তো রয়েই গিয়েছে সঙ্গে যুক্ত হয়েছে আকাশে মেঘ। সব মিলিয়ে খুব একটা গুমোট পরিবেশ। কেমন যেন মনে হয় দম আটকে আসছে।

গতকাল সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। রাজশাহী ও রংপুর বিভাগের যে জেলাগুলোতে গত সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল সেখানেও প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম উঠে যাচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদঢতর থেকে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ রয়েছে তার কারণেই এই গুমোট আবহাওয়া। তবে হঠাৎ গরম পড়ে যাওয়া যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলাফল তা কি আর বলে দিতে হবে?

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে।

নিঃসন্দেহে দিনটি অনেক কষ্টের তবে এই দিনটিকে আমাদের পাড়ি দিতে হবে সাহসের সাথে।

নিরাপদে কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/এমআই

পাতা ঝরানো শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর