Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাট-বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির প্রত্যয় গোলাম দস্তগীর গাজীর


২৮ জানুয়ারি ২০১৯ ২১:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : দেশের বস্ত্র এবং পাট শিল্পে উন্নতির জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আর এজন্য দেশের মানুষের সহযোগীতাও কামনা করেছেন তিনি।

সোমবার (২৮ জানুয়ারি) বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় উপ‌জেলা আওয়ামী লী‌গ কার্যাল‌য়ে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘জাতির জনকের সমৃদ্ধ ও উন্নত সেই সোনার বাংলা গড়তে ও ডিজিটাল বাংলাদেশ কথাটি বাস্তবিক রুপ দিতে বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই এগিয়ে চলছে। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান দেশ স্বাধীন ক‌রে‌ছেন আর তার কন্যা শেখ হা‌সিনা দেশ‌কে উন্নত রা‌ষ্ট্রে প‌রিনত কর‌তে নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন।’

দস্তগীর গাজী বীরপ্রতীক আরো ব‌লেন, ‘এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পে সুতিকাগার ছিলো। কালের বিবর্তে সেই সোনালি আঁশ আজ হুমকির মুখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই আমাকে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে এই দুইটি শিল্প খাতকে উন্নতির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবো। আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে। দেশবাসী আমার পাশে থেকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখছি।’

উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন গুলোতে যেভাবে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, এভাবে যদি কাজ করা হয় তাহলে আগামী দিন গুলোতে জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে আওয়ামীলীগ বিপুল ভোটে জয়ী হবে। দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরো বলেন, ‘আমরা এমন একজন নেত্রী পেয়েছি, যিনি তার পিতা বঙ্গবন্ধুর মত নিজেকে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার নিজের কোনো স্বার্থ নেই। তিনি তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি উন্নত রাষ্ট্র বিনির্মানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল রাষ্ট্রে পরিনত হয়েছে।’

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লার সভাপ‌তি‌ত্বে সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি খন্দকার আবুল বাসার টুকু, উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্নসম্পাদক ম‌ফিজ উ‌দ্দিন ও ডা: কৃষ্ণ দয়াল দাস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, কাঞ্চন পৌরসভা যুবলী‌গের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা অাওয়ামীলী‌গের সভাপ‌তি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা যুবম‌হিলালী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর