Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ডোবায় মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ


২৮ জানুয়ারি ২০১৯ ২২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী : রাজশাহীতে জলাশয় থেকে আসকান আলী (২৫) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলের দিকে জেলার বাঘা উপজেলার ছয়ঘটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসকান উপজেলার বানিয়া পাড়া গ্রামের আরজান আলীর ছেলে।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিচু জমির ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের প্যান্টের পকেট থেকে গাজিপুরের এলিগেন্স ওরিয়েন্টাল কোম্পানির একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেই কার্ডের সূত্র ধরেই সনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

ওসি জানান, শ্যালো মেশিন দিয়ে ডোবার পানি ছাঁকতে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক অবস্থায় লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মৃত আসকান আলীর স্ত্রীর বড় ভাই আব্দুল কাদের জানান, ঘটনার ১০দিন আগে তিনি ঢাকা গাজিপুর এলাকার রাজেন্দ্রপুরের কর্মস্থলে যান। তিন দিন আগে বোনকে জানান যে তার কারখানাটি বন্ধ হয়ে গেছে, এখন তিনি নতুন চাকরি খুঁজছেন।

সারাবাংলা/এসএমএন

লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর