Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকিরাপুলে তরুণীর লাশ উদ্ধার


২৮ জানুয়ারি ২০১৯ ২১:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ফকিরাপুলের গরম পনির গলি থেকে অপরা আক্তার লুসি (২৪) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. রফিকুল ইসলাম জানান,  ফকিরাপুলের গরম পানির গলিতে এক তরুণীর লাশ পড়ে আছে বলে পুলিশ খবর পায়। পরে সেখানে এক নম্বর গলিতে আট তলা ও পাঁচ তলা ভবনের ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন বলে জানা গেছে।

মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান জানান, প্রাথমিকভাবে ওই তরুণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/টিআর

লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর