Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ ঘণ্টারও বেশি লিফটে আটকে ছিলেন তিনি


২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৩৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। বিচিত্রা ডেস্ক ।।

তার নাম মার্টিস ফরটালিজা (৫৩)। কাজ করেন এক কোটিপতির বাড়িতে। বাড়ির মালিক সপরিবারে গেলেন ভ্রমণে। বাসায় একা মার্টিস দুর্ভাগ্যক্রমে আটকা পড়েন লিফটে এবং এভাবেই তাকে কাটাতে হয় কয়েকটি রাত। অতঃপর বাড়ির মালিক ফিরে এসে মার্টিসকে উদ্ধার করলেও সে নারী ততক্ষণে প্রায় অচেতন। খবর বিবিসির।

এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে। জানা যায়, বাড়ির মালিক স্টিফেন ওয়ারেন প্রায় ২.৬ বিলিয়ন ডলারের মালিক। তার আছে ব্যাংক ও কিছু কোম্পানি। সাপ্তাহিক ছুটি কাটাতে শুক্রবার সন্ধ্যায় তারা পরিবারের সবাই ঘুরতে বেড়িয়েছিলেন। বাসার কাজে একা ছিলেন মার্টিস নামে ওই কর্মী। বিল্ডিং-এর বাইরে বেরুতে গেলে হঠাৎ লিফট বিকল হয়ে যায়। তিনি দুই ও তিন তলার মাঝামাঝি আটকে ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার সকালে বাসার সবাই ফিরে লিফট বন্ধ দেখতে ও ফায়ার সার্ভিসকে ফোন করে। তারা মার্টিসকে উদ্ধার করে, ভর্তি করে হাসপাতালে। মার্টিস পানিশূন্যতায় ভুগছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট ইতোমধ্যে বাড়িটিকে সতর্ক করেছে।

সারাবাংলা/এনএইচ

লিফটে আটকা পড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর