Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরে দেশ থেকে পাচার ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা: জিএফআই


২৯ জানুয়ারি ২০১৯ ১২:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

২০১৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে ৬ হাজার ৩০৯ কোটি ডলার বা ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা। এছাড়া, বিশ্বের শীর্ষ ৩০টি অর্থ পাচার হওয়া দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)। সোমবার (২৮ জানুয়ারি) প্রকাশিত জিএফআই-এর বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।

রিপোর্টে বলা হয়, অর্থ পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই অবস্থান বাংলাদেশের। উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের শতকরা ২০ ভাগ অর্থ পাচার হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে, শুধুমাত্র ২০১৫ সালেই বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার পরিমাণ ৫৯০ কোটি ডলার বা ৫০ হাজার কোটি টাকা। পক্ষান্তরে দেশে এসেছে অবৈধ ২৮০ কোটি ডলার। তবে ২০১৪ সালের তুলনায় পাচার হয়েছিল এরচেয়ে বেশি টাকা অর্থাৎ ৮৯৭ কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, বাণিজ্যের সময় প্রকৃত দাম গোপন করে টাকা পাচারের কৌশল নেয় অর্থ পাচারকারীরা।

সারাবাংলা/এনএইচ

অর্থ পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর