Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ


২৯ জানুয়ারি ২০১৯ ২০:৩৩

।। সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে বলা হয়, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬-এর ধারা ১৯-এর ১৩ নম্বর উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে জানা গেছে। এ ধরনের ঘটনা ওই আইনের পরিপন্থি।

তথ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারের জন্য দেওয়া অনুমতি অনাপত্তিপত্রে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে। তাই বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে ওই আইনের ১১ ধারা অনুযায়ী ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল বা স্থগিত এবং ২৮ ধারা অনুযায়ী দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে নির্দেশনায় বলা হয়। বাসস।

সারাবাংলা/টিআর

তথ্য মন্ত্রণালয় বিদেশি টিভি চ্যানেল বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর