ফিলিপাইনে মসজিদে গ্রেনেড হামলা, মৃত ২
৩০ জানুয়ারি ২০১৯ ১১:২৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের এক মসজিদে গ্রেনেড হামলায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
বুধবার (৩০ জানুয়ারি) ভোরের দিকে জাম্বোয়ানগা শহরের এক মসজিদে এই হামলা ঘটে।
এদিকে, শনিবার (২৭ জানুয়ারি) জাম্বোয়ানগার নিকটবর্তী দু’টি দ্বীপে পৃথক দু’টি রোমান ক্যাথলিক সম্প্রদায়ের গির্জায় বোমা হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়।
জাম্বোয়ানগার আঞ্চলিক সামরিক মুখপাত্র ল্যাফটেনান্ট কর্নেল গেরি বেসেনা বলেন, একটি মসজিদে এক গ্রেনেড হামলায় অন্তত দুই ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় হতাহতরা ঘটনার সময় মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন। এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন স্থানীয় নেতারা।
আঞ্চলিক ধর্মীয় নেতা মুজিভ হাতামান বলেন, এরকম ধর্মহীন হত্যার জন্য কোন নিন্দা যথেষ্ট নয়। প্রার্থনারত মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে হচ্ছে কাপুরুষতা ও অপিবত্রতার সর্বোচ্চ রূপ। আমরা সকল ধর্মের মানুষদের প্রতি, শান্তির প্রার্থনায় এক হতে আহ্বান জানাই।
দ্য উলামা কাউন্সিল অব জাম্বোয়ানগা পেনিনসুলা হামলাটিকে শয়তানতুল্য, অযৌক্তিক ও অমানবিক কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোন দল এই হামলার দায় স্বীকার করেনি।
সারাবাংলা/আরএ