ব্যাংককে বায়ু দূষণের কারণে বন্ধ চার শ স্কুল
৩১ জানুয়ারি ২০১৯ ১৭:০৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বিষাক্ত ধোঁয়ার কারণে শিশুদের ক্ষতির আশঙ্কায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চার শ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
সম্প্রতি ব্যাংকক সবচেয়ে বাজে বায়ু দূষণের শিকার হয়েছে। বাতাসে ধূলি-কণা ও দূষণের মাত্রা বেড়ে দাঁড়িয়েছে পিএম ২.৫।
এ ধরনের দূষণের জন্য দায়ী করা হচ্ছে, যানবাহনের বিষাক্ত ধোঁয়া, মৃতদেহ পোড়ানো, কল-কারখানার ধোঁয়া।
কর্তৃপক্ষ জানায় চেষ্টা সত্ত্বেও, তারা বায়ু দূষণ কমাতে পারেনি। রাস্তায় গাড়ি কমানো হয়েছে, রাস্তায় পানি ছিটানো হয়েছে। তবে সেসব কোন কাজে আসেনি।
আগামী ৫ ফেব্রুয়ারি লুনার নিউ ইয়ার হলিডেতে, ধূপ ও আতশবাজি না পোড়াতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট (একিউআইসিএন) এর রিপোর্ট অনুসারে, ব্যাংকক-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৭০ এর কাছাকাছি অর্থাৎ ব্যাংককের বাতাস ‘অস্বাস্থ্যকর’।
তবে ভারতের নয়া দিল্লির অবস্থা আরও খারাপ। শহরটির ইনডেক্স ৩৯০। তাই দিল্লির বাতাসকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছে একিউআইসিএন।
সারাবাংলা/এনএইচ