মাদকের টাকা সংগ্রহে গাড়ি চুরি, গ্রেফতার ২
৩১ জানুয়ারি ২০১৯ ২১:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। চুরি যাওয়া একটি পিকআপ ভ্যান উদ্ধারে নেমে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) টানা পাঁচঘণ্টা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রুহুল আমীন।
গ্রেফতার দুজন হল- মো. জাহেদ উল্লাহ (৩১) এবং মো.জসিম (৩৪)।
পুলিশ পরিদর্শক রুহুল আমীন সারাবাংলাকে বলেন, চুরি যাওয়া যে গাড়িটি উদ্ধারে নেমে আমরা দুজনকে গ্রেফতার করেছি সেটির সাবেক চালক জাহেদ। মাদকাসক্ত হওয়ায় তাকে বাদ দেন মালিক। মাদকের টাকা জোগাড় করতেই জাহেদ গাড়িটি চুরি করে। এরপর সেটি কর্ণফুলী থানার শাহমীরপুর এলাকায় জসিমের হেফাজতে রাখে।
গত ২৮ জানুয়ারি রাতে নগরীর সদরঘাট থানার আলকরণ দুই নম্বর গলি থেকে পরিবহন ব্যবসায়ী আব্দুর রহিমের পিকআপ ভ্যানটি চুরি হয় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
চুরির পর বিক্রির জন্য গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করা হয় বলেও জানিয়েছেন পুলিশ পরিদর্শক রুহুল আমীন।
সারাবাংলা/আরডি/এমএইচ