সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, আটক ২
১ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:২৫
।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটক দু’জন হলেন— সাবেক বিজিবি সদস্য ও নওগাঁর ধামুইরহাট উপজেলার জগদুল গ্রামের মনসুর চৌধূরীর ছেলে সুলতান চৌধূরী এবং পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মানিক হোসেন।
বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে সুলতানকে ও পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকা থেকে মানিককে আটক করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহামন জানান, অভিযুক্তরা কোকতারা গ্রামের লতিফ মন্ডলের ছেলে সৈকত মন্ডলকে সেনাবাহিনীর সদস্য পদে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে প্রতারণার বিষয়টি চিহ্নিত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুলতান ও মানিককে আটক করা হয়।
সারাবাংলা/টিআর