রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র আজ
২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া জন্য প্রধানমন্ত্রীর চা-চক্র আজ শনিবার (২ ফেব্রুয়ারি)। এদিন, বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর এই চা-চক্রে অন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিএনপিসহ ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানানো হলেও জোটটি চা-চক্রে অংশ নিচ্ছে না। গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয় ঐক্যফ্রন্টকে। পরে ১ ফেব্রুয়ারি গণভবনে চিঠি পাঠিয়ে চা-চক্রে অংশ না নেওয়ার কথা জানিয়েছে জোটটি।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নভেম্বরের ১ তারিখ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশম সংসদের ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ১ নভেম্বর ও ৭ নভেম্বর দুই দফা সংলাপ অনুষ্ঠিত হয়। এর মাঝে দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অন্যান্য দল ও জোটের সঙ্গে সংলাপে অংশ নেন শেখ হাসিনা।
নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা জানান, ফের রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। পরে ২ ফেব্রুয়ারি এই চা-চক্রের তারিখ নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হয় নির্বাচনে অংশ নেওয়া সব দল ও জোটকে।
জানা গেছে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ ১৪ দলের শরিক দলগুলো অংশ নেবে এই চা-চক্রে।
এর আগে, নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/টিআর
চা-চক্র জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা