Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় আবু নাছের টিপুর প্রথম উপন্যাস ‘বেলা অবেলা’


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫৯ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৫১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় তিনটি ভিন্ন ধারার বই প্রকাশিত হয়েছে আবু নাছের টিপুর। লেখকের প্রথম উপন্যাস ‘বেলা অবেলা’, প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ ও ভ্রমণকাহিনী নির্ভর ‘রূপ লাবণ্যে ভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড’ বইগুলো প্রকাশ করেছে অণ্বেষা প্রকাশন ও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলা শুরুর প্রথমদিন থেকেই অন্বেষা প্রকাশনের ১৮ নং স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

বিজ্ঞাপন

প্রথম উপন্যাস বেলা অবেলা সম্পর্কে লেখক বলেছেন, ‘বইটি সামাজিক অচলায়তন ভাঙার গল্প বলা হয়েছে। নোয়াখালীর এক ধর্মভীরু সমাজে বেড়ে উঠা রানু নামের এক কিশোরীর বিয়ে, ভিসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও হাজার পুরুষের দৃষ্টি উপেক্ষা করে এক মায়ের জীবনযুদ্ধে টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে বইটির পাতায় পাতায়। বইটিতে শুধু একজন রানুর গল্প বলিনি, এটি সমাজের অসংখ্য রানুর সুখ-দুঃখের উপাখ্যান।’

প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ সম্পর্কে লেখক বলেন, ‘কবিতাগুলো হচ্ছে চিরচেনা জীবন, জীবনবোধ, চার দেয়ালে ঘেরা ভালোবাসাবাসি, বেদনা, অভিমান ও খুনসুটির চিত্র। হৃদয়ের গভীর থেকে আসা এই পঙক্তিগুলোই আমার সুখ-দুঃখের সিকি আধুলী দিনযাপনের পদাবলি।’

পেশাগত জীবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার লেখক আবু নাছের টিপু। জন্ম নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই লেখালেখি করে বেড়ে ওঠা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখক আবু নাছের টিপুর প্রায় দশটি গ্রন্থ ইতোমধ্যে তিমধ্যে প্রকাশিত হয়েছে। ছোটগল্প, ভ্রমণকাহিনী ছাড়াও শিক্ষা, সমসাময়িক উন্নয়ন ও গভর্নেন্স ইস্যুতে লেখালেখি করে তিনি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএ/ওএম/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর