যারা প্রশ্নফাঁস করবে তাদের ছাড় নয়: দস্তগীর গাজী
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: যারা প্রশ্নফাঁস করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ, মুড়াপাড়া পাইলট হাই স্কুল, মুড়াপাড়া সহিতুন নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার কারণেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারেনি।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ শিক্ষাসহ সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ বলেন মন্ত্রী। এ সময় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সন্তোষ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে। যারা প্রশ্নপত্র ফাঁস করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।’
সারাবাংলা/একে