Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএন‌পির অবস্থা মুসলিম লীগের মত হবে: হা‌নিফ


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির মুসলিম লীগের মতো বিলীন হয়ে যেতে পারে এমন আশঙ্কা করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ।তিনি বলেন, বিএনপি প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ রক্ষা না করে শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে। তাদের মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায়’ তিনি এসব কথা বলেন। স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন এই স্মরণসভা আয়োজন করে।

বিজ্ঞাপন

হানিফ বলেন, ‘ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের পথে হাঁটছে বিএনপি। ভুল পথে হাঁটলে তাদের পরিস্থিতি মুসলিম লীগের মত হবে। দলটির নেতারা এখন অযৌক্তিক কথা বলে কর্মীদের শান্তনা দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের মানুষের জন্যে কিছুই করেনি। তারা দেশকে ধ্বংস স্তুপে পরিণত করেছিল। তারা নেতিবাচক রাজনীতি করে। নেতিবাচক রাজনীতির কারণে আজ বিএনপি কোথায়।

সন্ত্রাসীদের জন্যে বিএনপি কান্না হয় মন্তব্য করে মাহবুব উল- আলম হানিফ বলেন, ‘যারা দুর্নীতিবাজ নেতাদের বাঁচাতে দেশের নিরীহ মানুষের ওপর বোমা মেরে আহত- নিহত করেছে তখন আপনাদের মানবতা কোথায় ছিল।

অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক যুগ্ম- সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে স্মরণ করে বলেন, তিনি একজন সৎ, বিবেকবান দেশপ্রেমিক ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন। সৈয়দ আশরাফ সল্প ভাষী ছিলেন। তিনি কখনও কঠিন প্রশ্নের উত্তর ক্ষুব্ধভাবে দেননি।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, তার ( সৈয়দ আশরাফ এর) গুণগুলো আমরা চর্চা করার চেষ্টা করি। তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমাদের জনগণের কথা ভেবে ইতিবাচক রাজনীতি করতে হবে। যেকোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ফকিরসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এমএইচ

বিএনপি হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর