৫ দাবিতে ঢাবি উপাচার্যকে প্রগতিশীল জোটের স্মারকলিপি
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন জোট নেতারা।
পাঁচ দফা দাবিগুলো হলো-হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোটকেন্দ্র একাডেমিক ভবনসমূহে স্থাপন করা, ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা, গেস্টরুম, গণরুম প্রথা উচ্ছেদ করে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করা, তফসিল ঘোষণার আগেই ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে প্রচারণা, নির্বাচনি সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে বাধাসহ আচরণবিধিতে অগণতান্ত্রিক প্রথা বাতিল করা।
এর আগে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে উপাচার্যকে স্মারকলিপি দিতে যায়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৩ এর অধ্যাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সোপান। ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছে অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রতিবাদ করেনি। এটা স্বায়ত্বশাসনের লঙ্ঘণ।’
পরে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা উপাচার্য কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের লিটন নন্দী বলেন, উপাচার্য বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন।
তবে সাংবাদিকরা উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে উপাচার্যের প্রোটোকোল অফিসার আহসানুল কবির মল্লিক জানান, এখন বিষয়টি নিয়ে উপাচার্য কোনো কথা বলবেন না।
সারাবাংলা/কেকে/এসএমএন