Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেই’ রুমকি পেল বাংলা বিভাগ, সামিরকে ১ লাখ টাকা সহায়তা


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৮

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আরবি বিভাগে ভর্তি হওয়া আলোচিত সেই রাজিয়া সুলতানা রুমকি বাংলা বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন। তাকে বাংলা বিভাগে ভর্তির সুযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।

এছাড়া, অপর শিক্ষার্থী সামির উদ্দিনের হাতে লাখ টাকার চেক তুলে দিয়েছেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন আয়েন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে আমতলায় রুমকি ও সামির উদ্দিনের উপস্থিতিতে সহযোগিতা করা হয়।

এর আগে, শারীরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকির তিনতলায় আরবি বিভাগে ক্লাস করা কষ্টসাধ্য হয়ে লেখাপড়া থেমে যাওয়ার উপক্রম হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

এছাড়া, আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দিনের পা সংযোজনে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সাংসদসহ বিভিন্ন সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।

দুপুরে দুই শিক্ষার্থীকে সহযোগিতার সময় বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, টিএসসি’র পরিচালক হাসিবুল আলম প্রধান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি এহসান মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর