সন্তানকে শূন্যে দোলানোর জন্য মালয়েশিয়ায় রুশ দম্পতি আটক
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মালয়েশিয়ার রাস্তায় নিজদের সন্তানকে পায়ে ধরে দোলানো ও শূন্যে ছুড়ে দেওয়ার কারণে দুই রুশ নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
স্থানীয় পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা দম্পতির কার্যক্রমকে শিশু নির্যাতন হিসেবে দেখছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্প্রতি রাস্তায় তাদের শিশুটিকে শূন্যে ছুড়ে মারার ও ধরার, দোলানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর কারণেই মূলত দম্পতিকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের দুজনের বয়সই ২০ এর কোঠার শেষের দিকে। তারা দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে তার পায়ে ধরে নিজের দুই পায়ের মাঝখানে ও মাথার ওপর দোল খাওয়াচ্ছে। এছাড়া শিশুটিকে মুহূর্ত কয়েকের জন্য শূন্যে ছুড়ে দিয়ে ফের ধরে ফেলছে।
এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ভিডিওটি ফেসবুকে শেয়ার করে এই ঘটনাটিকে দায়িত্বজ্ঞানহীন অভিভাবকের কাজ বলে উল্লেখ করেন ও বলেন, এতে শিশুটি আহত হতে পারে। তিনি পুলিশকে তাদের গ্রেফতার করার আহ্বান জানান।
কুয়ালালামপুর পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, আমরা সোমবার (৪ ফেব্রুয়ারি) তাদের চার মাস বয়সী মেয়ে সন্তানকে নির্যাতনের অভিযোগে আটক করেছি।
তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, শিশুটি অক্ষত আছে। তার গায়ে কোন জখমের চিহ্ন নেই।
সারাবাংলা/ আরএ