Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩০

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তিনি সারাবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান।

ড. এস এম মাহফুজুর রহমান বলেন, সাত থেকে ১০ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এর আগেও ডাকসুর তফসিল ঘোষণা করা হতে পারে। যত দ্রুত সম্ভব আমরা তফসিল ঘোষণার চিন্তা-ভাবনা করছি।

এটা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান এই রিটার্নিং কর্মকর্তা জানান, এমনটাই মৌখিকভাবে বলা আছে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর কার্যক্রম শুরু হচ্ছে ডাকসুর। গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ছাত্রসংগঠনগুলো ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির মাধ্যমে অনার্স, মাস্টার্স এমফিল পর্যায়ে আছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনো ক্রমেই ৩০ এর অধিক হবে না কেবল তারাই ডাকসু নির্বাচনের ভোটার হতে পারবে। আর সকল ভোটারই ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে অনার্সের মাধ্যমে ভর্তি হয়ে ডাবল মাস্টার্স করা শিক্ষার্থীরাও আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রেও তাদের বয়স অবশ্যই ৩০ এর মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনএইচ

ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর