Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ভাষা আন্দোলন, শিল্পকলা, গবেষণা, মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানেরর জন্য একুশ গুণী পাচ্ছেন একুশে পদক ২০১৯। তাদের মধ্যে দুইজন পেয়েছেন মরণোত্তর পুরস্কার। আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৪টায় পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা আন্দোলনে মরহুম হালিমা খাতুন ও শিল্পকলা (সংগীতে) বিভাগে আজম খান পেয়েছেন মরণোত্তর একুশে পদক ২০১৯।

ভাষা আন্দোলন বিভাগে আরও যে দুজন গুণী একুশে পদক পেয়েছেন তারা হলেন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম।

বিজ্ঞাপন

শিল্পকলার সংগীত বিভাগে এবার দুজনকে একুশে পদক দেওয়া হচ্ছে। তারা হলেন সুবীর নন্দী ও খায়রুল আনাম শাকিল।

শিল্পকলার অভিনয় বিভাগে একুশে পদক পাচ্ছেন তিনজন। অভিনেত্রী লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী।

সাইদা খানম একুশে পদক পাচ্ছেন শিল্পকলার আলোকচিত্র বিভাগে আর শিল্পকলার চারুকলা বিভাগে পুরস্কৃত হচ্ছেন জামাল উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ বিষয়ে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক এবং শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া।

ভাষা ও সাহিত্য বিভাগে মোট ছয়জন পাচ্ছেন একুশে পদক। তারা হলেন কথাসাহিত্যিক রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মঈনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

সারাবাংলা/পিএ/পিএম/এমএনএইচ

একুশে পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর