Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদল ফরাজির কারাগারে থাকার কারণ জানতে চেয়ে রিট


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভারতের কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার পর দেশে ফিরিয়ে আনা বাদল ফরাজিকে বেআইনিভাবে আটক রাখার বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি ) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই রিট দায়ের করেছে।

রিটের পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, বাদল ফরাজিকে বেআইনিভাবে কারাগারে রাখা হয়নি, তা নিশ্চিত হতেই রিটটি দায়ের করা হয়েছে।

প্রায় ১১ বছর আগে পাশের দেশ ভারতে বেড়াতে গিয়ে নাম বিভ্রাটের কারণে গ্রেফতার হন বাদল। তার নাম বাদল ফরাজি হলেও বাদল সিং নামের একজনের সাজা ভোগ করছিলেন তিনি। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পর সরকারি চেষ্টায় গত বছর ৬ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারের একটি ফ্লাইটে বাদলকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের প্রতিনিধি দল। এরপর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারেই আছেন।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

আসকের রিট বাদল ফরাজি হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর