Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার ১১ মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী কারাগারে


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, নগরীর খুলশী থানায় দায়ের হওয়া ১১টি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কারাগারে যাওয়া ২৮ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন ও যুগ্ম সম্পাদক আব্দুল হালিম প্রকাশ শাহ আলমও আছেন বলে জানিয়েছেন পিপি।

সারাবাংলা/আরডি/এমএনএইচ

নাশকতার মামলা বিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর