Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়স কমলো মুক্তিযোদ্ধা বিবেচনার


১৭ জানুয়ারি ২০১৮ ২০:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনার বয়স কমানো হয়েছে। এখন থেকে ১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যাদের বয়স কমপক্ষে সাড়ে ১২ বছর ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করবে সরকার। এর আগে এই বয়স সীমা ছিল ১৩ বছর।

বুধবার (১৭ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি পুনরায় বিবেচনা করে এক পরিপত্র জারি করে। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আগের আদেশে বলা হয়েছিল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।’
গত বছরের ১৯ জুন জারিকৃত ওই পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স ১৩ বছর ছিল।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর