Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৩১ রোহিঙ্গা উদ্ধার


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ ও শীলখালী পয়েন্টে আলাদা অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে সাত জন পুরুষ, ১৭ নারী এবং সাত  শিশু রয়েছে। এসময় সাগরপথে তাদের মালয়েশিয়া পাচার করার চেষ্টার অভিযোগে আটক করা হয় দুই দালালকে। তারা হলেন, টেকনাফের জাহাজাপুরা এলাকার মহিবুল্লাহ ও দমদমিয়ার মো. হুমায়ুন।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ দুটি পৃথক অভিযান চালায় বিজিবি।

আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিলো।

টেকনাফের বিজিবির দুই নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজামান চৌধুরী সারাবাংলাকে বলেন, টেকনাফের শাহ পরীর দ্বীপ ও শীলখালী পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালায় বিজিবি। অভিযানে টেকনাফের শাহ পরীর দ্বীপ গোলারচর এলাকা থেকে ১৩ জন রোহিঙ্গা উদ্ধার ও এক দালালকে আটক করা হয়। পৃথক অন্য অভিযানে শীলখালীর নোয়াখালীয়াপাড়া পয়েন্ট থেকে আরও ১৮ রোহিঙ্গা উদ্ধার ও এক দালালকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ওএম/এনএইচ

রোহিঙ্গা উদ্ধার

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর