Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে যুবক খুন


১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

যশোর: যশোরে ধারালো অস্ত্রের আঘাতে মামুন হোসেন (৩০) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেল নামে এক ব্যক্তির চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

ধারালো অস্ত্র যশোর যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর