মাদারীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৬
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাদারীপুরের শিবচরের চরশ্যামাইল মুন্সীকান্দি গ্রামে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবী করেছে ক্ষতিগ্রস্থরা। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার চরশ্যামাইল মুন্সীকান্দি গ্রামে আছান খালাসীর স্ত্রী গ্যাসের চুলায় রান্না করছিল। হঠাৎ গ্যাসের পাইপ লিক হয়ে আগুন দাউ দাউ করে বের হয় এবং আশপাশে ছড়িয়ে পরে। আতংকে পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে আসান খালাসীর বসতঘরসহ ২টি এবং শফি খালাসীর বসতঘরসহ ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, চরশ্যামাইল মুন্সীকান্দি গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
সারাবাংলা/টিএস