Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংকট-জরুরি মুহূর্তে দক্ষতার পরিচয় দিয়েছে আনসার-ভিডিপি’


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর: জাতীয় সংকট ও জরুরি নানা মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বাহিনী দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি’র ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন সদস্য শহীদ হয়েছিলেন। তাদের দেখানো পথে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধেও এই বাহিনী আন্তরিকভাবে কাজ করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সবসময় সজাগ থাকতে হবে।’

এসময় একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় ৫ আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ওই পাঁচ আনসার সদস্যকে সাহসিকতার জন্য মরণোত্তর পদক দেওয়া হয়। এছাড়া বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর