Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ থানায় গেলে যেন ভালো ব্যবহার পায়: আইজিপি


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: মানুষকে পুলিশ যে সেবা দেয়, থানা সেই সেবার কেন্দ্রবিন্দু হওয়া উচিত বলে মন্তব করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘মানুষ থানায় গেলে যেন ভালো ব্যবহার পায় এবং হাসিমুখে কাঙ্ক্ষিত সেবা পায়।’ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি উদ্বোধনকালে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, ‘একজন মানুষ কোনো উপায় না পেয়ে শেষে থানা পুলিশের শরণাপন্ন হয়। সেই মানুষটির কথা মনোযোগসহ শুনুন। হয়তো তার সব সমস্যার সমাধান নাও হতে পারে কিন্তু তার সঙ্গে হাসিমুখে কথা বলুন। তাকে বুঝিয়ে বলেন কী করতে হবে। ’

ভালো ব্যবহার পেলে ওই মানুষ খুশি থাকবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘মানুষটি পুলিশের প্রতি সন্তুষ্ট থাকবে। থানাকে সেবার কেন্দ্রবিন্দু করার যে প্রয়াস ছিল, তা যেন অব্যাহত থাকে। ’

ডিএমপিকে পুলিশের আয়না হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, ‘আয়নায় যেমন মানুষের চেহারা দেখা যায়, তেমনি ডিএমপিকে দেখলেও বোঝা যায় পুলিশ চেহারা। ডিএমপির অনেক ভালো কাজের জন্য পুলিশকে মানুষ আপন করে নিয়েছে। ’

র‌্যালিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ ডিএমপির সব ইউনিট অংশ নেয়। র‌্যালিটি ডিএমপি হেড কোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর