Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিবনগরের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ: মুক্তিযুদ্ধমন্ত্রী


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মেহেরপুর: স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মুজিবনগরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়কে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

বুধবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তোলা হবে। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী মুজিবনগর কমপ্লেক্সে এক হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে বলেছেন।

মোজাম্মেল হক আরও বলেন, বিদেশি পর্যটক এসে যাতে মুজিবনগর আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য  সব ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে।

মুজিবনগর কমপ্লেক্স এলাকায় উন্নয়ন পরিকল্পনা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এনএইচ

মুজিবনগর কমপ্লেক্স


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর