Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীরে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ১৮


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের জম্মু ও কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িতে চালানো বোমা হামলায় ১৮ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও ৪০ জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আহতদের ভর্তি করা হয়েছে শ্রীনগর আর্মি হাসপাতালে। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যটির পালওয়ামা জেলার গোরিপরা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার দায়িত্ব স্বীকার করেছে জায়িম-ই-মোহাম্মদ নামে একটি সন্ত্রাসী সংগঠন।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে।

কর্তৃপক্ষ জানায়, সিআরপিএফ সদস্যরা শ্রীনগর-জম্মু হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। তখন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে হামলা চালানো হয়। এই হামলাকে দেখা হচ্ছে নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে।

বিগত তিন বছরের মধ্যে এটাই কাশ্মীরে চালানো সবচেয়ে বড় সন্ত্রসী হামলা। ২০১৬ সালে চালানো অন্য একটি হামলায় সেখানে  ১৭ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

জম্মু ও কাশ্মীর বোমা হামলা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর