Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ১০৪ বোতল ফেনসিডিল আটক, আইনজীবীর সহকারীসহ গ্রেফতার ২


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৩

।। ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নীলফামারী: নীলফামারীতে ১০৪ বোতল ফেনসিডিলসহ আইনজীবীর এক সহকারীসহ (মুহুরি) দুই জনকে আটক করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দু’জনের মধ্যে লিটন সরকার (৩৪) মুহুরি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শহরের থানাপাড়া মহল্লার বাসিন্দা। আটক আরেকজন পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রিপাড়ার সুমন ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা জজ আদালতে অভিযুক্তদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজানুর রহমান সারাবাংলাকে জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের মিস্ত্রিপাড়াতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়ায় মাদক কেনাবেচার সময় হাতেনাতে চার বোতল ফেনসিডিলসহ আটক করা হয় লিটন সরকারকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চপুকুর ইউনিয়নে সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আরও একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর