Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, আরিফ ও আমির খান নামে দুই প্রভাবশালীর মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, মো. তৈয়বের ছেলে মো. শাহজাহান (২৮), আবদুস সোবহানের ছেলে নাজমুল (৩৫), ফজল করিমের ছেলে মো. সাকিব (১৭), সব্বির আহমদের ছেলে মো. জাহেদ (২২), নুরুল হকের ছেলে মো. নাহিদ, আমান উল্লার ছেলে শাসুদ উল্লাহ বাহাদুর, মোতালেবের ছেলে মো. তুহিন (১৯), লতিফ (১৮), দিদার (৪০) ও শাহিন।

এছাড়াও আরও ৫ জন আহত হয়েছেন। এরা সবাই দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আরিফ ও আমির খান নামে দুই প্রভাবশালীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ছিল। সেই জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

গোলাগুলি দুইপক্ষের গোলাগুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর