Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রী


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০০

।। নিটোল সাহা, জার্মানি থেকে।।

গত ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জার্মান প্রবাসীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে হোটেল শেরাটন এর রুমে প্রবাসীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের আর্থ সামাজিক অর্থনৈতিক মান উন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে  এখন পর্যন্ত প্রবাসীরা দেশের ক্রান্তিকালে ভূমিকা পালন করে। ’

‘১/১১ সরকারের সময় দেশের গণতন্ত্র উদ্ধারে প্রবাসীরা অনেক কষ্ট করেছে। দেশ এগিয়ে যাচ্ছে , এগিয়ে যাবে।’

প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগ করতে পারে সেইজন্য প্রবাসী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান। প্রবাসীদের কল্যাণ বর্তমান সরকার কাজ করেছে এবং করছে বলে উল্লেখ করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। এছাড়া বক্তব্য দেন প্রবাসী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে এম এ গণি, সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন, সাজিদুর রহমান ফারুক, রিয়াজ আহমেদ, আনোয়ারুজ্জামান চৌধুরী এম, নজরুল ইসলাম, মুজিবর রহমান বশিরুল আলম চৌধুরী সাবু, শেখ বাদল আহমেদ, জাহিদুর রহমান পুলক, বকুল ভূইয়াঁ, বেনজির সেলিম।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ জার্মানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর